সুরজ প্রসাদ,
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাটী চত্বরে বিক্ষোভ দেখালেন বি এড পড়ুয়ারা। ২০১৯-২১ শিক্ষাবর্ষের পড়ুয়ারা এদিন বিক্ষোভ দেখান। তাদের দাবী, প্রায় দেড় বছর অতিক্রান্ত হয়ে গেলেও তারা এখনো পর্যন্ত একটি সেমিস্টারের পরীক্ষা দেয়নি। যেখানে মাত্র দু’বছরে সেশন শেষ হওয়ার কথা সেখানে দেড় বছরে একটি সেমিস্টারের পরীক্ষা না হওয়ায় দু’বছরের বিএড কোর্স তাদের তিন বছর বা আরও বেশি সময়ে শেষ করতে হবে। এই সমস্যাকে সামনে রেখে এদিন প্রায় শ’খানেক পড়ুয়া বর্ধমান বিশ্ববিদ্যালয় চত্বরে হাজির হয়ে প্রতিবাদ মিছিল করে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বি এড কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা এই প্রতিবাদ মিছিলে অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক চত্বর রাজবাড়িতে এই মিছিল পরিক্রমা করে। এবং তারপর তারা উপাচার্যের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
112 12,89,834