সাধন মন্ডল,
তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহায়তায় বিংশতম নাট্যমেলার আয়োজন করলো পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি। বর্ধমান সংস্কৃত লোকমঞ্চে প্রদ্বীপ জ্বালিয়ে এই নাট্যমেলার শুভ উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব শেখর সম্মাদার। উপস্থিত ছিলেন জেলাপরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহ-সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক মহঃ এনাউর রহমান সহ জেলার গুনি নাট্যব্যক্তিত্বরা। তিন দিন ধরে চলবে এই মেলা। প্রত্যেক দিন চারটি করে নাটক এখানে মঞ্চস্থ করা হবে বলে আকাদেমি সূত্রে খবর। এদিন সভাধিপতি শম্পা ধারা বলেন, নাটক,যাত্রা হলো বিনোদনের একটা বড় অংশ। বিগত সরকারের আমলে নাট্যবিনোদন কে প্রায় শেষের মুখে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিলো। তৃনমূল সরকার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নাটক,যাত্রার মতো বিনোদন কে বাঁচিয়ে রেখেছে। সেই জন্য আজ নাট্যশিল্পীরা ভালো ভালো নাটক পরিবেশন করতে পারছে,কারণ সরকার তাদের পাশে আছে