মেমারিতে সাহিত্য সভা
১৭ জানুয়ারি মেমারি ক্লাব উদয়নে জিরো পয়েন্ট সাহিত্য আড্ডার ২৩৩ তম সাহিত্য সভা অনুষ্ঠিত হলো। করোনা-লকডাউনের পর আবার কবি সাহিত্যকদের নিয়ে বৈঠকী সাহিত্য আড্ডায় মেমারি ছাড়াও কলকাতা ও বর্ধমান থেকে সাহিত্যিকরা এসেছিলেন। জিরো পয়েন্ট সাহিত্য আড্ডার প্রধান সম্পাদক আঞ্জুমনোয়ারা আনসারী স্বাগত ভাযণে বলেন করোনা পরিস্থিতির মধ্যে সাহিত্যিকরা তাদের লেখার মাধ্যমে যেভাবে সমাজের মানুষের মধ্যে করোনা নিয়ে সচেতনতা প্রচার করেছেন তা প্রশংসনীয়। সাহিত্য আড্ডা সম্পাদক শুভাশিষ মল্লিক সমস্ত সাহিত্যিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। সমগ্র সাহিত্য আড্ডাটি সঞ্চালনা করেন কমলেশ মন্ডল। নবীন প্রবীন লেখক সহ কিছু কিশোর-কিশোরীর কবিতা পাঠ সকলের
মন কাড়ে।
98 12,89,834