কৌশিক গাঙ্গুলি,
শনিবার বীরভূমে করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হলো স্বাস্থ্যকর্মীদের সকাল দশটা নাগাদ সিউড়ি সদর হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত স্বাস্থ্যকর্মী এবং বীরভূম স্বাস্থ্য জেলার মোট সাতটি কেন্দ্র থেকে শুরু হয়েছে করোনার ভ্যাকসিন দেওয়ার পর্ব এখানে মোট 700 জন ভ্যাকসিন নেবেন পাশাপাশি রামপুরহাট এ পাঁচটি কেন্দ্র থেকে ভ্যাকসিন দেওয়া হবে এবং সেখান মোট 500 জন ভ্যাকসিন নেবেন প্রথম সারির করণা যুদ্ধাদের এবং স্বাস্থ্য কর্মী সহ করোনা প্রতিষেধক দেওয়া হচ্ছে বলে জানালেন বীরভূম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর হিমাদ্রি আড়ি। বীরভূম জেলার জেলাশাসক বললেন ভয় পাওয়ার কিছু নেই।