সুরজ প্রসাদ,
সপ্তম বর্ষে পদার্পন করলো বর্ধমানের মাঘ উৎসব। টাউনহল প্রাঙ্গনে সাত দিন ব্যাপি চলবে এই উৎসব। প্রদ্বীপ প্রজ্বলন করে মাঘ উৎসবের শুভ সূচনা করেন রামকৃষ্ণ মিশনের স্বামী এগ্যায়ানন্দজী মহারাজ। উপস্থিত ছিলেন জেলাপরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, তৃনমূল নেতা অরুপ দাস, জেলা তৃনমূলের যুব সভাপতি রাসবিহারী হালদার সহ বিভিন্ন কলেজের অধ্যক্ষরা।
মাঘ উৎসবের উদ্যোগক্তা প্রাক্তন কাউন্সিলার পরেশ সরকার বলেন, লোক সঙ্গিত শুনতে হলে আসতে হবে এখানে।এছাড়া সাতদিন ব্যাপি গান শোনাতে আসছেন সারেগামা ক্ষ্যাত শিল্পীরা। তিনি আরো বলেন, এই উৎসব ঘিরে টাউনহল মাঠে বিভিন্ন রকমের জিনিষ নিয়ে বসেছে মেলা। সাথে থাকছে রকমের খাবারের দোকান।
152 12,89,834