সুরজ প্রসাদ,
সারা রাজ্যের সাথে শনিবার পূর্ব বর্ধমানেও কোভিড ভ্যাক্সিন দেবার কাজ শুরু হল ।এদিন বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ মোট ৭ টি কেন্দ্র থেকে এই ভ্যাক্সিন দেওয়া হচ্ছে। প্রথম ভ্যাক্সিন দেওয়া হয় বর্ধমান হাসপাতালের সাফাই কর্মী সঞ্চয় মাঝিকে । ভ্যাক্সিন দেওয়ার দেবার সময় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা হাততালি দিয়ে তাঁকে অভিবাধন জানান। এদিন বর্ধমান মেডিকেল কলেজকে ফুল দিয়ে সাজানো হয়। কলেজের মূল গেট সহ বিভিন্ন জায়গায় ফুলের তোরণও করা হয়। বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ সুহৃতা পাল বলেন , প্রশাসনিক স্তরে সব প্রস্তুতি নেওয়া আছে আমাাদের। যদি কেউ ভ্যাক্সিন নেবার পর অসুস্থ বোধ করেন তাঁর জন্য সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। ভ্যক্সিন দেওয়ার আগে গ্রহীতাকে প্রথমে ওয়েটিং রুমে বসিয়ে নাম নথিভুক্ত করা হয়। তারপর সব রকম ব্যবস্থা নেওয়ার পর তাঁকে ভ্যাক্সিন প্রয়োগ করা হয়।ভ্যাক্সিন দেওয়ার পর আধঘন্টা তাঁকে বসিয়ে রাখা হয় আলাদা একটি ঘরে। এরমধ্যে তাঁর কোন শারীরিক সমস্যা হচ্ছে কি না তা লক্ষ্য করা হয়। নামের তালিকা অনুযায়ী যারা ভ্যাক্সিন নিয়েছেন তারা প্রত্যেককে সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি। বর্ধমান হাসপাতালের নার্সিং স্টাফ সুদু সরকার বলেন, ভ্যাক্সিন নিতে কোন ভয় লাগেনি। এই ভ্যাক্সিন নেওয়ার ৩০মিনিটের বেশি সময় পেরিয়েগেছে কিন্তু কোন পার্শ্বপ্রতিক্রিয়া আমি বুঝতে পারিনি। ভালো ব্যবস্থাপনার সাথে সর্বক্ষন পর্যবেক্ষণের জন্য রয়েছেন ডাক্তাররা।
107 12,89,834