সেই ছেলেটা,
অপূর্ব চক্রবর্ত্তী,
সেই ছেলেটাকে মনে আছে?
যে ছেলেটা নদীর বুকে আঁকতো ভাটিয়ালির সুর,
সে সুরে থমকে যেতো নদী, কি এক আবেগে।
সেই যে ছেলেটা, জ্যোৎস্না কে ধরে এনে
বন্দী রেখেছিল ভালোবাসার কুঠুরিতে,
সেই যে ছেলেটা পাতার নৌকায় পারি দিয়েছিল
পৃথিবীর পথ, কুড়িয়ে এনেছিল পাতালপুরীর রাজকন্যার জিয়নকাঠি,
কুড়িয়ে এনেছিল নীলকন্ঠ পাখির পালক, প্রেমিকার জন্য মাদকতাময় কন্ঠে আবৃত্তি করতো আগামীর কবিতা।
আজ সেই ছেলেটার সাথে দেখা হলো স্বপ্নের সীমানায় দাঁড়িয়ে।
একটা পরশপাথর দিয়ে গেছে সে-
লোহা কে সোনা গড়া যায়না তার ছোঁয়ায়,
সে বলে গেল,এ পাথর কোনো মানুষ ছুঁলে,
সে ‘মানুষ’ হয়ে উঠবে।
86 12,89,834