সুরজ প্রসাদ,
পৌষ সংক্রান্তি উপলক্ষে দামোদরের চরে বসে মেলা। হরেক রকমের জিনিষের পসরা সাজিয়ে বসে দোকান। সেই সাথে মেলায় দেখে মেলে মোরগ লড়াই। পলেমপুর পশ্চিম পাড় কমিটির পক্ষ থেকে এই ‘মোরগ লড়াই’ আয়োজন করা হয় বলে জানাচ্ছে উদ্যোগক্তারা। তারা বলেন, ৩০বছর ধরে ১লা মাঘ এই মোরগ লড়াই হয়ে আসছে। এই লড়াইতে অংশ নিতে বাঁকুড়া,পুরুলিয়া সহ বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে তাদের মোরগ নিয়ে। এই লড়াই দেখতে আসপাশের গ্রামের বহু ভিড় জমান দামোদরের চড়ে। লড়াই জয়ী মোরগদের পুরষ্কার দেওয়া হয় বলে জানান উদ্যোক্তারা।
88 12,89,834