সেখ সামসুদ্দিন,
মেমারি ১ ব্লকের বাগিলা গ্রাম পঞ্চায়েতের শিবতলা নিবাসী দীপালী দে একজন বিধবা মহিলা। সম্প্রতি বাড়িতে পড়ে গিয়ে হাত ভেঙে যায়। আগামী সোমবার তার হাতের অপারেশন আছে। খুবই অসুস্থ অবস্থায় আছেন, বাড়ি থেকে বেরোতে পারেন না। বাগিলা গ্রাম পঞ্চায়েতের স্থানীয় সদস্য প্রলয় পালের উদ্যোগে আজ তিনি বাড়িতে বসেই দুয়ারে সরকারের স্বাস্থ্য সাথী কার্ড হাতে পেলেন। সন্তানহীনা মহিলার পাশে দাঁড়াতে বাগিলা গ্রাম পঞ্চায়েতের সহায়ক শিব শঙ্কর ভট্টাচার্য্য ও সোমশুভ্র মুখোপাধ্যায় প্রলয় পালের সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড বাড়িতে দেওয়ার কাজে এগিয়ে যান।