দীপঙ্কর চক্রবর্তী,
গত বাম জামানা থেকে এই এলাকার ভূমিপুত্র স্বপন দেবনাথ এলাকার প্রয়োজনে কৃষি,শিল্প,আদিবাসী মেলার শুরু করেন।এর পর ভাগিরথী দিয়ে অনেক জল গড়িয়ে গেছে।পূর্বস্হলী ১ নং ব্লক বামেদের থেকে ছিনিয়ে নিয়ে পন্চায়েত সমিতি গঠন করেন।পরে তিনি এই এলাকা থেকে জনপ্রতিনিধিও নির্বাচিত হন।তার পর তার বিধান সভা এলাকায় বিভিন্ন উৎসব,মেলা,পূজো প্রভৃতি শুরু করেন।
প্রতিছরের মত এবারও মেলা শুরু হয়েছে ১২ ই জানুয়ারী বিবেকানন্দর জন্ম দিনে।দুপুরে বিভিন্ন ট্যাবলো,সুসজ্জিত বর্নাঢ্য শোভাযাত্রা বিভিন্ন গ্রাম ছঁুয়ে পৌঁছোয় মেলা প্রাঙ্গনে।সেখানে মন্ত্রী মাননীয়স্বপন দেনাথ,পূর্ববর্ধমানে জেলাপরিষদ সভাধিপতি শম্পা ধারা সহ অনেক অতিথি বৃন্দ হাজির হয়ে মেলা উদ্বোধন করেন।স্বপন বাবু বলেন করোনার সব নিয়ম মেনে মেলায় মানুষ আসছেন।এবছরই করোনারজন্য বাইরের রাজ্য এবং বাইরের দেশ থেকে শিল্পীরা আসবেন না।তবে আলোচনা,প্রদর্শনী,বিভিন্ন লোকগান,নাচ,কবি সভা,খেলা সবই হবে।স্বপন বাবু বলেন প্রতিবছরের মত এবারও মেলায় থাকছে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের ছবি,জীবনী প্রদর্শনী ওএলাকার মঠ,মন্দীর,মসজিদ,চার্চের ছবি সহ তার অতীত ইতিহাস,স্হাপত্য।এই প্রদর্শনীগুলো স্হানীয় ও বহিরাগত মানুষ ও অতিথীদের মন জয় করেছে।নতুন প্রজন্মের ছেলেমেয়ে ও স্কুল কলেজের ছাত্রছাত্রীদের এগুলো খুব কাজে দেবে বলেও জানান।