সাধন মন্ডল,
মটগোদা যুব গোষ্ঠীর উদ্যোগে স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্ম-জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত বিবেক চেতনা উৎসব মুড়াজোড় প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে যথাযোগ্য মর্য্যাদায় পালন করলো মটগোদা যুব গোষ্ঠী।
উৎসবের শুভসূচনা হয় প্রভাত ফেরির মধ্যদিয়ে। এছাড়া
এলাকার ছেলেমেয়ে দের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা,
সাংস্কৃতিক অনুষ্ঠান,ও
এলাকার দুঃস্থ মানুষদের নতুন বস্ত্রবিতরন করাহয়।
উপস্থিত ছিলেন শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক পরিক্ষিত কামিল্যা,
মন্ডলকুলি নেতাজি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সৌমেন মন্ডল,
শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক সাধন কুমার মন্ডল,
শিক্ষক শুভাংশু গোস্বামী
মটগোদা স্কুলের প্রাপ্তন শিক্ষক, রাইপুর থানার পুলিস অফিসার চন্দ্রশেখর ঘোষ সহ এলাকার বিশিষ্ট মানুষজন।