সেখ সামসুদ্দিন,
পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে মেমারি পুরসভা ও মেমারি ১ ব্লক প্রশাসনের সহযোগিতায় দুই পৃথক স্থানে স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মবর্ষ উপলক্ষ্যে বিবেক উৎসব করা হয়। মেমারি চকদিঘি মোড়ে বিবেক মূর্তিতে মাল্যদান করেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ, পুরপ্রশাসক স্বপন বিষয়ী ও সহ প্রশাসক সুপ্রিয় সামন্ত। পুষ্পার্ঘ্য দেন মেমারি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অচিন্ত্য চ্যাটার্জী়, সহ সভাপতি আশিষ ঘোষ দস্তিদার, প্রাক্তন কাউন্সিলর চিরঞ্জিব ঘোষ। পরে উপস্থিত হন যুব কল্যাণ আধিকারিক ও প্রাক্তন কাউন্সিলর সামসুল হক মির্জা। এই অনুষ্ঠান মঞ্চ থেকে মেমারি পুরসভার শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক মানের স্বর্গীয় রথ উদ্বোধন করেন মহারাজ এবং সঙ্গ দেন পুর প্রশাসক ও সহ প্রশাসক। পরে মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
অপরদিকে মেমারি ১ পঞ্চায়েত সমিতির সামনে বিবেক মূর্তির পাদদেশ থেকে পদযাত্রা বের করে বামুন পাড়া মোড় হয়ে বিডিও অফিসে গিয়ে শেষ হয়। তারপর বিবেক মূর্তিতে মাল্যদান করেন বিধায়ক নার্গিস বেগমবেগম এবং পুষ্পার্ঘ্য দেন পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, বিডিও ডঃ আলী মহঃ ওলি উল্লাহ, জয়েন্ট বিডিও অংশুমান ঘোষ, সমাজসেবী ও মেমারি কলেজের সভাপতি এম এম মুন্সী, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া কর্মাধ্যক্ষ আব্দুল হালিম সহ কর্মাধ্যক্ষগণ, সদস্য মধুসূদন ভট্টাচার্য সহ অন্যান্য সদস্যগণ, বিশেষ অতিথি রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত ও অবসরপ্রাপ্ত শিক্ষক চন্দ্র নারায়ণ বৈরাগ্য এবং ব্লক ও পঞ্চায়েত সমিতির স্টাফবৃন্দ। পরে অঙ্কন প্রতিযোগিতা করা হয় ও স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়।