সেখ সামসুদ্দিন
মুখ্যমন্ত্রীর নির্দেশে বিধায়কের ফান্ডে বস্ত্র বিতরণ করা হয় মেমারি চকদিঘী মোড়ে। মেমারি শহরের সহ প্রশাসক সুপ্রিয় সামন্তের ব্যবস্থাপনায় দুঃস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিধায়ক নার্গিস বেগম, সহ প্রশাসক সুপ্রিয় সামন্ত, শহর যুব সভাপতি সৌরভ সাঁতরা, আইটি সেলের সদস্য শুভেন্দু গুহ সহ কর্মী-সমর্থকবৃন্দ। এদিন ১২০ জনের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।