জামালপুর ব্লকে বিবেক চেতনা উৎসব
জাহির আব্বাস
: বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে সারা রাজ্য জুড়ে বিভিন্ন ব্লকে রাজ্যের যুবকল্যান ও ক্রীড়া দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হল বিবেক চেতনা উৎসব।জামালপুরে ব্লক যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকে বিবেক চেতনা উৎসব অনুষ্ঠিত হয় বেরুগ্রাম আচার্য্য গিরিশ চন্দ্র বসু বিদ্যাপীঠে। উপস্থিত ছিলেন ব্লকের বিডিও শুভঙ্কর মজুমদার,জয়েন্ট বিডিও গৌতম কুমার দত্ত,পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান,পূর্ত কর্মাধক্ষ্য ভুতনাথ মালিক,মৎস্য ও প্রাণী কর্মাধক্ষ্য সুনীল ধারা, খাদ্য কর্মাধক্ষ শ্রীমন্ত সাঁতরা,ব্লক যুব কল্যাণ আধিকারিক সমরেশ দেবনাথ,অনুপম চ্যাটার্জী,প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র পাল সহ প্রমুখ গুণীজন। সকালে প্রভাতফেরী সহ সারাদিনে
নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা হয়।বক্তারা বিবেকানন্দের জীবনের উপর বিভিন্ন আলোচনা করেন।