তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠকে বহুকর্মী অনুপস্থিত
কাজল মিত্র
:- কুলটি বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কুলটি কলেজ মোড় সংলগ্ন একটি সভাগারে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছিল।
এই সভায় বিপুল সংখ্যক দলীয় কর্মী উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত দলের নেতাকর্মীরা সংগঠনের দুর্বলতা নিয়ে খোলামেলা কথা বলেন। যদিও দলের পক্ষ থেকে বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জীকে দলকে আরো শক্তিশালী করার দায়িত্ব দেওয়া হয়েছে।এই সভায় আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। তবে কুলটি ব্লকের সভাপতি বিমান আচার্য, জেলা সহ-সভাপতি তাবাসসুম আরা, বাচ্চু রায় সহ বেশিরভাগ প্রাক্তন কাউন্সিলর বৈঠকে উপস্থিত ছিলেন না। তৃণমূল কংগ্রেসের সদস্য সুবল চক্রবর্তী বলেন যে সবাইকে সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল।কিন্তু কিছু লোক অসুবিধার কারণে আসতে পারেনি। বৈঠকে মহেশ্বর মুখার্জি, সুভাষ প্রসাদ, পাপ্পু সিং, যতীন গুপ্ত সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তবে বাকি কিছু কর্মী সমর্থকদের না আসার কারন জানতে চাইলে বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জী সেবিষয়ে কিছু মন্তব্য করতে রাজি হননি।