উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়
, গঙ্গাসাগর :এবার আন্দোলনের পথে নামলো কর্মচারীরা।ন্যূনতম বেতন ও স্থায়ী করণের দাবিতে গঙ্গাসাগরে ভেসেল বন্ধ করে বিক্ষোভ দেখালো তৃণমূল ইউনিয়ন কর্মী সংগঠনের কর্মীরা।আর মেলার মুখে তাতেই সমস্যায় পড়লো পুণ্যার্থী থেকে নিত্যযাত্রীরা।স্থানীয় সূএে জানা গেল, ন্যূনতম বেতনের দাবি তে ও স্থায়ীকরণের দাবি নিয়ে রবিবার বেলায় গঙ্গাসাগরের ভেসেল পরিষেবা বন্ধ করে বিক্ষোভ দেখালো তৃণমূল পরিচালিত ইউনিয়ন কর্মী সংগঠনের কর্মীরা। আর তাদের বিক্ষোভের জেরে ঘন্টাখানেকের জন্য বন্ধ হয়ে যায় ভেসেল পরিষেবা। সমস্যার সম্মুখীন হয় গঙ্গাসাগরে আসা পুণ্যার্থী থেকে নিত্যযাত্রীরা।এমনই ঘটনা দেখতে পাওয়া গেল রবিবার গঙ্গা সাগরের কচুবেড়িয়া ঘাটে। বিক্ষোভ কারীদের সূত্রে জানা যায়, স্থায়ী কর্মীরা ঠিকঠাক মতন বেতন পায়। কিন্তু অস্থায়ী কর্মীরা বেতন ঠিক ঠাক পান না। ন্যূনতম বেতন তাদের দিতে হবে এবং অস্থায়ী থেকে স্থায়ীকরণ করতে হবে। এর পাশাপাশি বেতন বৃদ্ধি করতে হবে আর সম কাজে সমহারে সমবেতন দিতে হবে।এমনই দাবি নিয়ে গঙ্গা সাগরের কচুবেড়িয়া ঘাটে ভেসেল পরিষেবা বন্ধ করে বিক্ষোভ দেখালো তাঁরা। তাঁরা এ ও জানান, তাদের দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভ চলবে। তাদের বিক্ষোভের জেরেএদিন কচুবেড়িয়া ঘাটে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন পুণ্যার্থীরা।এ বিষয়ে গঙ্গা সাগর বকখালি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাগরের বিধায়ক বঙ্কিম চন্দ্র হাজরা বলেন, এ সমস্ত ঘটনা মিথ্যা ঘটনা। যে টুকুও তাদের দাবি ছিল তা মিটমাট হয়ে গিয়েছে।