সুরজ প্রসাদ,
শনিবার জে.পি.নাড্ডার রোড়-শো উপলক্ষে বর্ধমান শহরে বিভিন্ন জায়গা দলীয় পতকা ও উচ্চ নেতৃত্বের ছবি দিয়ে ফ্লেক্স হোডিং লাগানো হয়েছিলো। র্যালিতে অভূতপূর্ব জনসমাবেশ দেখে পায়ের তলায় মাটি সরেগেছে তৃণমূল কংগ্রেসের। জনসমর্থন চলে যাচ্ছে দেখে তৃনমূলীরা বর্ধমান শহরের সবরকম হোডিং এবং পতাকা ছিঁড়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে রবিবার সাংবাদিক বৈঠকে অভিযোগ করেন বিজেপির বর্ধমান-দক্ষিন বিধানসভার কনভেনর কল্লল নন্দন। তিনি আরো অভিযোগ করে বলেন, শহরের ৯নং ওয়ার্ডে তাদের পার্টি অফিস টি ভেঙে দেওয়া হয়েছে। পাশাপাশি ১৬,১৭,১৮ নম্বর ওয়ার্ডে প্রত্যেক বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ধমকানো চমকানো হয়েছে তারা কেনো রোড-শো অংশ নিয়ে ছিলেন। কিছু ওয়ার্ডে কর্মীদের এলাকা ছাড়তে বাধ্য করেছে তৃনমূলী সন্ত্রাসীরা। ভয় দেখানো,ভাঙচুর ও দলীয় পতকা, ফ্লেক্স ছেঁড়ার বিষয়ে বর্ধমান সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ভয় দেখিয়ে,আক্রমণ করে বিজেপি কে রোখা যাবে না। তৃনমূল কংগ্রেসের এই আক্রমণ থেকে বোঝা যাচ্ছে মানুষের সম্পূর্ণ সমর্থন বিজেপিতেই।