সুরজ প্রসাদ,
মিছিল তার পাল্টা মিছিলে সরগরম হয়ে উঠেছে শহর বর্ধমান। শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি.নাড্ডার রোড-শো করলেন। ২৪ঘন্টা কাটতে না কাটতেই মহা মিছিলের ডাক জেলা তৃনমূল যুব কংগ্রেসের। কেন্দ্রের নতুন কৃষি আইন ও জনবিরোধী নীতি সহ একাধিক ইস্যুতে মহামিছিলে হাঁটেন পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি সোহম চক্রবর্তী। উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, জেলাপরিষদের সহ-সভাপতি দেবু টুডু, তৃনমূলের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস সহ অন্যান্য উচ্চ নেতৃত্ব। মিছিল টাউন হল থেকে শুরু হয়ে শেষ হয় কলেজমোড়ে।, এদিনের মিছিলে কাতারে কাতারে মানুষের কালো মাথা ছাড়া আর কিছু দেখা যায়নি বলে দাবী তৃণমূল সূত্রে। যুব সভাপতি রাসবিহারী হালদার দাবী করেন, মহামিছিলে এই জনপ্লাবন প্রমান করে দেয় বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। আজ মহামিছিলের প্রায় লক্ষাধিক মানুষ সবই জেলার। বিজেপির রোড-শোর মতো পার্শ্ববর্তী রাজ্যে ঝাড়খণ্ড সহ অন্যান্য জেলা থেকে বাসে,গাড়িতে করে ভাড়া করে লোক আনতে হয়নি। পাল্টা মিছিলের ত্বত্ত মানতে চাননি তিনি।