খায়রুল আনাম,
বীরভূম : সিউড়ীর রনপুরের চাষি নিমাই দলুইয়ের মাঠ থেকে কেটে আনা আটি ধান গাদা দেওয়া ছিলো বাড়ীর কাছে। কে বা কারা সেই কাটা ধানের গাদায় আগুন ধরিয়ে দেওয়ায় প্রায় সব ধানই পুড়ে যাওয়ায় ওই চাষি পরিবারটি অসহায় অবস্থার মধ্যে পড়েছেন। নিমাই দলুই বিজেপির বুথ সভাপতি। তাই তার ধান এ ভাবে পুড়িয়ে দেওয়ায় নানা প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।