খায়রুল আনাম,
বীরভূম : নলহাটির ভদ্রপুরে মাঠে কাজ করছিলেন গ্রামেরই বছর ত্রিশের সহীদুল ইসলাম। সেই সময়ই মাঠের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের এগারো হাজার ভোল্টের তার তার উপরে ছিঁড়ে পড়ে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনি গুরুতরভাবে আহত হয়েছেন। তাকে এনে ভর্তি করা হয়েছে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। তার অবস্থা আশঙ্কাজনক।