পলাশ রাঙা,
শর্মিষ্ঠা মাজি,
ফাগুনের দক্ষিনা বাতাস
আকাশে রঙের বাহার
পলাশের ঐ ফাগুনে
কোকিলের কুহু তানে
খুশি মজা হইহুল্লর
করোনার সাথে আরি
আলপনাতে সাজবে বাড়ি।
শিমূলের মায়ার জালে
ফাগুনের পরশ ঢালে
ফাগুনের সর্বনাশে
তুফানি রঙযে মেশে
মৌমাছির গুনগুনানি
ওরেও মোনভোলানি।
আবিরের আলোর ছটা
,
মনেতে দোলের নেশা
আবিরের রঙেরছা
মন মাতে ছন্দ দোলায়।
95 12,89,834