সুরজ প্রসাদ
বর্ধমানে বেসরকারি গোল্ড লোন সংস্থায় ডাকাতির ঘটনায় গ্রেপ্তার এক ব্যক্তি। পুলিশের নাকের ডগায় কোটি টাকার ডাকাতির ঘটনায় একজনকে গ্রেপ্তার হওয়ায় পূর্ব বর্ধমান জেলা পুলিশের বড়সড় সাফল্য বলে জানাচ্ছে। পুলিশ সূত্রে খবর, ডাকাতির ঘটনায় বিভিন্ন সূত্র ধরে পুলিশ তদন্ত চালাচ্ছিলো। এই সূত্র ধরে কলকাতার নিউটাউনের বিপ্লব রায়ের খোঁজ পায় পূর্ব বর্ধমান জেলাপুলিশ। কলকাতা পুলিশের সাথে যৌথ অভিযান চালিয়ে সোমবার রাতে নিউটাউনের প্রমদগড়ের বাড়ি থেকে বিপ্লব কে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে বর্ধমান জেলা আদালতে ধৃতকে তোলা হয়। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে কোটি টাকার সোনার ডাকাতির কিনারা করতে চায় বর্ধমান থানার পুলিশ।