শ্যামল রায়
মঙ্গলবার ছিল বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। নবদ্বীপ শহর বিজেপি দক্ষিণ মন্ডল যুব মোর্চা তরফ থেকে শহরের মনিপুর রোডে গাছের চারা রোপন এবং বিতরণ করা হয়। এছাড়াও কর্মকর্তারা জানিয়েছেন যে নবদ্বীপ পৌরসভার ২৪ টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ৩৫০ টি গাছের চারা বিতরণ করা হয়েছে।
আম ফান ঝরে প্রচুর নামিদামি গাছ নষ্ট হয়েছে তাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস এ গাছের চারা লাগিয়ে আমরা প্রকৃতিকে ভারসাম্যের জায়গা চাঙ্গা করতে এবং আগামী দিন এই গাছ অর্থনৈতিকভাবেও সম্পদ হয়ে দাঁড়ায় তার জন্য গাছের চারা রোপন করা হয়েছে। আগামী দিন ধারাবাহিকভাবে আমরা পুজোর আগে পর্যন্ত বিভিন্ন জায়গায় গাছের চারা রোপন করব জানিয়েছেন কর্মকর্তারা। এছাড়াও এদিন পৃথিবী নামে একটি সংস্থা বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনে গাছের চারা রোপণ করেছেন এবং বিতরণ করেছেন।
গাছের চারার পাশাপাশি মাস্ক বিতরণ করা হয়েছে বিজেপি যুব মোর্চার তরফ থেকে।