সাধন মন্ডল,
রাইপুর হাই স্কুল মাঠে দুইদিনের খাতড়া মহকুমা শ্রমিক মেলা আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু। উপস্থিত ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু, রানীবাঁধ বিধানসভার বিধায়ক জ্যোৎস্না মান্ডি, বিধায়ক ধীরেন্দ্রনাথ লায়েক, রাইপুর বিডিও রঞ্জন সর্দার, খাতড়া মহকুমা শ্রম আধিকারিক অমিত রায় সহ বিশিষ্টরা।