আমি বাঙালি….,
শ্রীপর্না রায়,
বাঙালি মানে দৃপ্ত কন্ঠ
প্রতিবাদী মননে চেতনা
বাঙালি মানে একাকী লড়াই
নেতাজী সুভাষকে ভুলো না।।
বাঙালি মানে অস্কার জয়
সৃষ্টিতে সত্যজিৎ সেরা
বাঙালি মানে যামিনী রায়ের
কৃষ্টি কলায় ঘেরা।।
বাঙালি মানে বিপ্লবী মন
মাষ্টার দা সূর্য সেন
বাঙালি মানে স্বর্ণ মেধা
বিশ্বজয়ী অমর্ত্য সেন।।
বাঙালি মানে ঋষি অরবিন্দ
ত্যাগ তিতিক্ষায় দেশপ্রেম
বাঙালি মানে স্বাধীনতার যুদ্ধে
ফাঁসি কাঠে ক্ষুদিরাম।।
বাঙালি মানে প্রতিঘরে গান
হৃদয় মাঝে রবীন্দ্রনাথ
বাঙালি মানে বিদ্রোহী মন
কবি নজরুল যতীন্দ্রনাথ।।
বাঙালি মানে নোবেল জয়
শান্তি সম্প্রীতির পুজারী
বাঙালি মানে ভাষার লড়াইয়ে
সবুজ পথের দিশারী।।
বাঙালি মানে রামকৃষ্ণ বিবেকানন্দ
জাতধর্মের উর্ধ্বে গান
বাঙালি মানে রামমোহন বিদ্যাসাগর
সমাজ বদলানো প্রাণ।।
বাঙালি মানে অসীম ধৈর্য
সদা বন্ধুত্বের অঙ্গীকার
বাঙালী মানে এগিয়ে আমি
এটাই আমার অহংকার।।
148 12,89,834