ওয়াসিম বারি,
বাদুড়িয়া টাউন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের দায়িত্ব পেলেন জাহাঙ্গীর মণ্ডল
উত্তর 24 পরগনা জেলা বাদুড়িয়া তে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল এর সভাপতি সরদার ইলিয়াস সাহেবের উপস্থিতিতে বাদুড়িয়া ব্লক তৃণমূল কংগ্রেস আইএনটিটিইউসি সভাপতি সিদ্ধার্থ ভট্টাচার্য, ছাত্র পরিষদের সভাপতি মুজিবুর রহমান বাদুড়িয়া তৃণমূল কংগ্রেসের দলনেতা এমদাদুল মন্ডল ব্লক নেতৃত্ব বিশ্বজিৎ মৈত্র দু নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোহা দেব পত্র যশাইকাটি উপপ্রধান তারিক হাসান বাগজোলা আঞ্চলিক নেতৃত্ব আব্দুল আসাদ (রনি), কাদের মন্ডল স্বর্গীয় তুষার সিংহ মহাশয় স্নেহধন্য জাহাঙ্গীর মণ্ডল কে বাদুড়িয়া টাউন তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল এ সভাপতি নিযুক্ত করা হয়েছে