কৌশিক গাঙ্গুলি,।
বীরভূম জেলার মহম্মদবাজার ব্লকের কেন্দ্র পাহারির বাসিন্দা রিনা মুরমু প্রায় কুড়ি দিন আগে পুকুর পাড়ে পড়ে গিয়ে পা ভাঙ্গে তারপর ডাক্তার দেখাতে গেলে ডাক্তারবাবু অপারেশন করতে হবে বলে। আরও বলেন প্রায় চল্লিশ হাজার টাকা খরচ হবে বলে জানান। অর্থনৈতিক অবস্থা খারাপ থাকার জন্য রিনা মুরমু অপারেশন করতে পারেননি। তিনি অবশেষে কুড়ি দিন পর অর্থাৎ ইংরেজি 7/01/ 2021 বৃহস্পতিবার সকালে রিনা মুরমু অর্থাৎ রোগী তার পরিবারের লোক ব্লক সভাপতি বিডিও সাহেবের শরণাপন্ন হন। ঘটনার কথা জানতে পেরেই খুব শীঘ্রই কার্ড তৈরীর প্রস্তুতি নেন জেলা প্রশাসন আধিকারিকরা ঘটনা জানার 12 ঘন্টার মধ্যে সিউড়ি একটি বেসরকারী নার্সিংহোমে রিনা মুরমু ভর্তি থাকা কালীন তার বায়োমেট্রিক ও ছবি সংগ্রহ করে এবং রোগী বা রিনা মুরমু হাতে এই স্বাস্থ্য সাথী কার্ড তুলে দিল মোহাম্মদ বাজার এর ব্লক আধিকারিক এই স্বাস্থ্য সাথী কার্ড পেয়ে রোগী রিনা মুরমু ও তার পরিবারের লোকজন ভীষণ আনন্দিত।
113 12,89,834