সুরজ প্রসাদ,
নারদা,সারদা কান্ডে আর্থীক দূর্নীতিকারিদের সরকারিভাবে শাস্তির ব্যবস্থা করা সহ কয়েক দফা দাবী নিয়ে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিলো জেলা কংগ্রেস। এদিন তারা মিছিল করে জেলাশাসক কার্যালয়ে এসে ডেপুটেশন জমা দেন। কংগ্রেস নেতা প্রবীর গাঙ্গুলি বলেন, সারদা,নারদায় আর্থীক কেলেঙ্কারিতে বহু সাধারণ মানুষ আর্থীক ক্ষতির মুখে পরেছেন। যারা এই দূর্নীতি করেছে বিভিন্ন রাজনৈতিক দলে যুক্ত রয়েছেন। এতে দোষীরা যেমন সঠিক শাস্তি পাচ্ছে না, তেমনই ক্ষতিগ্রস্তরা তাদের প্রাপ্য ফিরে পাচ্ছে না।এছাড়া, কেন্দ্র সরকারের নতুন কৃষি বিলের জন্য হাজার হাজার কৃষক দিল্লীর রাস্তায় দাঁড়িয়ে। তাদের দাবী বিবেচনা করা সহ কয়েক দফা দাবী জেলাশাসককে জানানো হয়।তিনি আশ্বাস দিয়েছেন আমাদের দাবী উর্ধতন কর্তৃপক্ষ কে জানিয়ে দেবেন
67 12,89,834