অর্ণব রায়,
সারা দেশের সাথে ৮ ই জানুয়ারি পূর্ব বর্ধমান জেলায় অনুষ্ঠিত হলো কোভিড ভ্যাকসিনেশনের “ড্রাই রান”। জেলার তিনটি হাসপাতালে এই কর্মসূচি পালিত হয়। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল, আলমগঞ্জ পৌর স্বাস্থ্য কেন্দ্র ও ভাতার হাসপাতালে এই ড্রাই রান হয়। বর্ধমানের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শাসক ও মূখ্য স্বাস্থ্য অধিকারিক মহাশয়। এদিন মুলত টিকাকরনের পদ্ধতি নিয়ে মহড়া চালায় স্বাস্থ্য কর্মীরা। প্রবেশ পথে র্থামাল স্ক্যানিং, স্যানেটাজেসন থেকে শুরু করে নথিভূক্তি করন ও টিকাকরন (ডেমো) করে প্রতীক্ষালয় পর্যন্ত সমস্ত কর্মকান্ডটাই মহড়া করা হয়। করোনা আবহে চাতকের মতো ভ্যাকসিনের প্রতিক্ষায় রয়েছে মানুষ, আর তাই বন্টন ব্যবস্থা ত্রুটি হীন করতে স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগ। প্রথম পর্যায়ে স্বাস্থ্য কর্মীদের মধ্যে করা হবে টিকা করন। পরে সকলকেই দেওয়া হবে কোভিড ভ্যাকসিন।
86 12,89,834