সঞ্জয় হালদার,
পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় ও পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের উদ্দোগে পুরুলিয়া জেলা জুড়ে প্রতি ব্লকে জঙ্গল মহল উৎসব শুরু হলো।বান্দয়ান, মানবাজার 2 নং ব্লক পঞ্চায়েত সমিতির পরিচালনায় জঙ্গল মহল উৎসব উদ্বোধন করলেন এলাকার বিধায়ক রাজীব লোচন সরেন মহাশয়।উপস্থিত ছিলেন এলাকার সকল শিল্পি বুদ্ধিজীবি ও ব্লক প্রশাসন।
91 12,89,834