সুরজ প্রসাদ,
পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাসের দাবী – তারা বিজেপির পতাকা বা ফেস্টুন ছেড়ে নি।বরং তার পাল্টা অভিযোগ বিজেপিই তাদের পতাকা খুলে দিয়েছে।
বিজেপির জেলা যুব মোর্চা সভাপতি শুভম নিয়োগী তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাসের অভিযোগ অস্বীকার করেন। পাল্টা তার দাবী তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাদের দলীয় পতাকা খুলে দিয়েছে।
121 12,89,834