বীরভূম : নানুরের জলুন্দি গ্রামের বাইরে একটি ঝোঁপ থেকে উদ্ধার করা হলো ড্রাম ভর্তি গোটা চল্লিশেক তাজা বোমা। খবর পেয়ে ব্ম্ব ডিপোজাল টিম গিয়ে বোমাগুলি নষ্ট করে দেয়।
খায়রুল আনাম স্বামীর দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় স্ত্রীর উপরে অ্যাসিড- হামলা স্বামীর দ্বিতীয় বিয়ের খবর পেয়েই, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গিয়েছিলেন প্রথম পক্ষের স্ত্রী। আর সেটাই তাঁর জীবনে নিয়ে এলো চরম বিপর্যয়। অ্যাসিড হামলায় গুরুতরভাবে আহত হয়ে প্রথম পক্ষের স্ত্রী এখন রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ওই গৃহবধূর স্বামী আফতাবউদ্দিনকে গ্রেফতার […]
কৌশিক গাঙ্গুলি আজ বিশ্ব আদিবাসী দিবস, জেলায় জেলায় পালিত হচ্ছে আদিবাসী দিবস, তাই বীরভূমের বীর সন্তান, শহীদ রাজেশ অরাঙ্গের পরিবার পরিজন নিয়ে, বীরভূমের মোহাম্মদ বাজার থানায় অনুষ্ঠিত হলো আদিবাসী দিবস, আদিবাসী দিবসে, আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সংবর্ধনা ও সম্মান জানানো হয়, মোহাম্মদ বাজার থানার পক্ষ থেকে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার ওসি, মোহাম্মদ আলী ও থানার বিভিন্ন […]
খায়রুল আনাম, বীরভূম : মায়ের মাথায় আঘাত করে খুনের অভিযোগ উঠলো ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নানুরের বাইতারা গ্রামে। পারিবারিক বিবাদের জেরে ছেলে সুনীল সর্দার মা বাসন্তী সর্দারের (৬০) মাথায় আঘাত করলে তিনি মারা যান বলে অভিযোগ।পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। সেইসাথে অভিযুক্ত ছেলে কে গ্রেপ্তার করেছে নানুর পুলিশ। 134 12,89,834 Post Views: 239