কাজল মিত্র,
; সোমবার বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাঁধনা পরব উৎসবে আদিবাসী মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ হলো। সহরাই বাঁধনা পরব উৎসব উপলক্ষে আজ বারাবনি থানার বাঁশপাহাড়ি,কালিধাওড়া,বেল পাহাড়ি,সত্তা,শিবধাওড়া দিগল পাহাড়ী গ্রামের আদিবাসী মহিলাদের হাতে প্রায় ৬ হাজার নতুন শাড়ি তুলে দেন বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা জেলা পরিষদ সদস্য অসিত সিংহ।আদিবাসী সম্প্রদায়ের মধ্যে বাঁধনা পরব উৎসব পালন করা হয় ধুমধাম করে,তাই তাদের এই পরবে জেনো সবাই নতুন বস্ত্র পরতে পারে তাই বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে এই উদ্যোগ নেওয়া হয়।এই প্রসঙ্গে বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা জেলা পরিষদ সদস্য অসিত সিংহ জানান সহরাই বাঁধনা পরব উৎসব উপলক্ষে বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশে প্রায় ৬হাজার আদিবাসী মহিলাদের মধ্যে নতুন শাড়ি বিতরণ করা হলো।তাছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানুড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধান রাজেশ হাঁসদা,উপ প্রধান বিশ্বজিৎ সিংহ,তৃণমূল কংগ্রেসের নেতা আশিস মণ্ডল সহ আরো অনেকে।
97 12,89,834