সুরজ প্রসাদ,
মঙ্গলবার বর্ধমান পৌরসভায় এক সাংবাদিক সম্মেলন করেন কার্যনির্বাহী আধিকারিক অমিত গুহ। ছিলেন পুরসভার সচিব জয়রঞ্জন সেন, তাপস মাকড় সহ অনন্যারা। অমিতবাবু জানান, কোভিড বিধি মেনেই এবারের উৎসব হবে। মাস্ক ছাড়া প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। স্যানিটাইজার ব্যবহার করতে হবে। পৌরসভার তরফে স্যানিটাইজার রাখার চিন্তাভাবনা চলছে। করোনার কারণেই, এবার গত বছরের তুললায় স্টল কমিয়ে দেওয়া হবে। অনুষ্ঠানের জাঁকজমক একই থাকছে। এবার প্রায় দু হাজার স্থানীয় শিল্পী উৎসবের মূল মঞ্চে সুযোগ পাবেন। উৎসবকে কেন্দ্র করে সাংস্কৃতিক প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা হবে। পুরসভার বিভিন্ন বিভাগের মধ্যে ক্রিকেট টুর্নামেন্ট হবে।থাকবে ফুটবল টুর্ণামেন্ট। টাউন হলে শহরের ১৩টি দল নিয়ে হবে নাট্য উৎসব।
উৎসবের এবারের থিম- “জন্ম কর্ম বর্ধমানে/ ঠাই পেয়েছে সবার মনে”। এই বিষয়ের উপর একটি স্মরণিকা প্রকাশ করা হবে। এবারের উৎসবের বাজেট ৫০ লক্ষ। অতিথি শিল্পী হিসাবে বিভিন্ন দিকে উপস্থিত থাকবেন ইমন চক্রবর্ত্তী, রূপঙ্কর, নচিকেতা, লোপামুদ্রা, ক্যাকটাস ব্যন্ড।
84 12,89,834