সেখ সামসুদ্দিন ,
পশ্চিমবাংলায় ২০২১ নির্বাচনকে পাখির চোখ করে শুরু হয়েছে সভা, পাল্টা সভা। মেমারি পুরসভার ১৩ নং ওয়ার্ডে দুদিন আগে বিজেপির মহিলা মোর্চা পথসভা করে। তার পাল্টা গত বৈকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাল্টা পথসভা (জবাবী সভা) করা হয়। যদিও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দাবী করেন কেন্দ্রের কৃষি বিলের বিরুদ্ধে, চাষীদের আন্দোলনের সমর্থনে ও মা-মাটি মানুষের সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরতে এদিনের পথসভা। আগের দিনে বিজেপির বক্তব্যের পয়েন্ট ধরে ধরে একের পর এক বক্তব্যে জবাব দেওয়া হয় বা চাওয়া হয়। সেখানে নেতৃত্ব বলেন মমতা ব্যানার্জী কোন রাজনৈতিক দলের কাছে জবাব দেবেন, জবাব দেবেন ভোট নেওয়া জনগণের কাছে। তার জন্যই জনগণের হাতে তুলে দিচ্ছেন রিপোর্ট কার্ড। উল্টে বিজেপির কাছে দাবি করেন প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে ভাঁওতা দাও, আগে অন্ততঃ দুটি প্রতিশ্রুতি পালন করো, তারপর ভোট চাইবে। প্রতেককে নয়, পরিবার পিছু এক জনের চাকরি দাও, আর ভোটের আগে পাঁচশো হাজার টাকার ভিক্ষা নয়, প্রতিশ্রুতি মত প্রত্যেকের এ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দিয়ে ভোট চাও। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা মেমারি পুরসভার সহ প্রশাসক সুপ্রিয় সামন্ত, জেলা আইটি সেলের প্রসূন দাস, ১৩ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিদ্যুৎ দে, শহর যুব তৃণমূল সভাপতি সৌরভ সাঁতরা, শহর আইটি সেলের শুভেন্দু গুহ সহ নেতৃত্ব। পরে আসেন জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা মেমারি পুরসভার প্রশাসক স্বপন বিষয়ী ও জেলা তৃণমূল নেতা স্বপন ঘোষাল।
132 12,89,834