তুমি আসবে বলে,
গৌতম পাল,
তুমি আসবে বলে–
চরৈবেতির ধুম পাড়ায় পাড়ায়,
বন্ধুরা মেতেছে সবাই আড্ডায়,
ঘুম ছুটেছে আজ বাজি-পটকায়।
তুমি আসবে বলে–
ঘুম আসেনি আজ রাতটায়,
জেগে আছি একা বারান্দায়,
মন ভরেছে বাউলের গানটায়।
তুমি আসবে বলে–
আলোয় সেজেছে রোম,মাদ্রিদ,টোকিও,
বার্লিন,টরেন্টো থেকে রিও ডি জেনেরিও,
ব্যাংকক, হংকং থেকে সানফ্রান্সিসকো।
তুমি আসবে বলে–
আলোর ঝর্ণাধারা আইফেল টাওয়ারে,
রঙের বাহার লেগেছে টুইন টাওয়ারে,
আলোর রোশনাই দেখি সিডনি হারবারে।
তুমি আসবে বলে–
স্ট্যাচু অব লিবার্টি জ্বেলেছে মশাল,
মস্কোর রাজপথে শুধু মানুষের ঢল,
আনন্দে নাচছে যেন টেমসের জল।
তুমি আসবে বলে–
চৌমাথার বাতি গুলি আজ জ্বলেছে,
ভিক্টোরিয়া অপরূপ সাজে সেজেছে,
সিটি অব জয় রাতকেও দিন করেছে।
তুমি আসবে বলে–
শহরে ও নগরে শুধুই মানুষের ভিড়,
আনন্দ উল্লাসে মেতে সবাই অস্থির,
ঝুপড়ি তলে ওঁরা বসে শুধু ধীর-স্থির।
তুমি আসবে বলে–
উলঙ্গ শিশুরা একে একে ভিড়ে মিশেছে,
উচ্ছিষ্ট খাবার গুলো পেট পুরে খেয়েছে,
আজ নববর্ষের আনন্দটা ওরা পেয়েছে।
তুমি আসবে বলে–
স্বজন হারানোর বেদনাটা কষ্টে ভুলেছি,
রাতের পর রাত কিছু না খেয়েও শুয়েছি,
তোমার প্রতীক্ষায় শুধু এই দিনটা গুনেছি।
তুমি আসবে বলে–
বহু প্রত্যাশায় মোরা বুক বেঁধে রয়েছি,
দু’বেলা দু’মুঠো জুটবে ভরসাটা পেয়েছি,
সব জ্বালা ভুলে তাই তোমার পথ চেয়ে রয়েছি।।
103 12,89,834