জ্যোতিপ্রকাশ মুখার্জি পূর্ব বর্ধমানের গুসকরা শহর তৃণমূল কংগ্রেসে কমিটির পক্ষ থেকে ৩ রা আগষ্ট গুসকরা স্টেশন সংলগ্ন এলাকায় পালিত হলো ‘রাখী বন্ধন’ উৎসব। করোনা সংক্রমণ থেকে দূরে থাকার জন্য পথ চলতি মানুষ, স্হানীয় ব্যবসায়ী সহ এলাকা বাসীর হাতে তুলে দেওয়া হয় মাস্ক। কারও কারও হাতে পড়িয়ে দেওয়া হয় রাখী। এছাড়া বিনা প্রয়োজনে এবং মুখে মাস্ক […]
সেখ সামসুদ্দিন , মেমারি ১ ব্লক যুব তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ হতে হাজার দশেক মানুষের মিছিল করল দেবীপুর জিটিরোড থেকে হাজীপুর মোড় পর্যন্ত। মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুব সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জী, ব্লক যুব সভাপতি জিতেন্দ্র সিং, যুবনেতা ফারুক আব্দুল্লা সহ হাজার দশেক মানুষ। নিত্যানন্দ ব্যানার্জী জানান মিছিল শেষ হওয়ার আগেই মিছিলের শেষভাগে উপস্থিত হন […]
আউশগ্রাম 2নম্বর ব্লকে ভাল্কী অঞ্চলে বনমালী পুর গ্রামে দুঃস্থ পরিবারের হাতে নূতন বস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বিধাযক অভেদানন্দ থান্দার মহাশয় অঞ্চল সভাপতি অরুপ মিধা ও উপপ্রধান শিবনাথ মালিক মহাশয়। 130 12,89,834 Post Views: 174