সুভাষ মজুমদার,
MLA কাপ অনুষ্ঠিত হয়ে গেল তারাকেশ্বর স্কুল ময়দানে।
তারাকেশ্বর বিধায়ক রচপাল সিংয়ের উদ্দ্যোগে আয়োজন করা হয় আট দলীয় ফুটবল প্রতিযোগিতা।এম এল এ কাপের উদ্বোধন করেন তারাকেস্বর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম ভান্ডারী।
আট দলীয় ফুটবল প্রতিযোগীতায় ফাইলানে উঠে কোটল পুর ভাঙা মোরা ক্লাব এবং আমির hp গ্যাস শ্যামপুর।আমির hp গ্যাস ফাইনালে জয় লাভ করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল হুগলী জেলা সভাপতি দিলীপ যাদব, বিধায়ক রচপাল সিং,কৃষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রামেন্দু সিংহরায় যুব সভাপতি গোপাল রায়, আরামবাগের প্রাক্তন ভাইস চেয়ারম্যান রাজেশ চৌধুরী তারকেশ্বরের পৌর প্রশাসক স্বপন সামন্ত,ব্লক সভাপতি অশোক হাজরা, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপ পণ্ডিত, প্রাক্তন কাউন্সিলর মোহাম্মদ নাঈম রিতা মন্ডল পুতুল ভট্টাচার্য্য প্রবীর চন্দ্র সহ তৃণমূলের স্থানীয় নেতৃত্ব।
127 12,89,834