খায়রুল আনাম,
বীরভূম : ভোট প্রচারের দামামা বাজিয়ে ২০ ডিসেম্বর বোলপুরে রোডশো করেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরই ২৯ ডিসেম্বর বোলপুরে পদযাত্রা করে যান রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তারই পাল্টা হিসেবে ৯ জানুয়ারী বোলপুরে পদযাত্রা করতে আসছেন বিজেপির সর্বভারতীয় নেতা জগৎ প্রসাদ নাড্ডা। আর তার সাথে বিজেপি সাংসদ তথাল চলচ্চিত্র জগতের ড্রিমগার্ল হেমা মালিনীও আসতে পারেন বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই এনিয়ে বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ ছড়িয়ে পড়েছে। আর অপর দিকে প্রশাসনিকস্তরেও এনিয়ে চর্চ্চা শুরু হয়ে গিয়েছে। ইতিপূর্বে ডায়মণ্ড হারবারে জগৎ প্রসাদ নাড্ডার কনভয়ে হামলার যে অভিযোগ উঠেছিল, তা নিয়ে এখনও জলঘোলা হচ্ছে। তাই নাড্ডার আগামী সফর নিয়ে যাতে আর নতুন করে কোনও বিতর্ক তৈরী না হয়, সেই চেষ্টাই এখন চলছে প্রশাসনিক মহলে।
136 12,89,834