সেখ সামসুদ্দিন
ভারতীয় জনতা পার্টির মেমারি নগর মহিলা মোর্চার পক্ষ থেকে আজ মেমারি শহরের চেকপোস্ট এলাকায় পথসভা করা হয়। পথসভায় উপস্থিত ছিলেন মেমারি নগর সভাপতি মানস কুমার মন্ডল ওরফে মনোজ, মহিলা মোর্চা সভাপতি নেত্রী মঞ্জুরি সর্দার ওরফে লক্ষ্মী, নগর সম্পাদক সুনীল মন্ডল ওরফে কালু, রাজ্য মহিলা মোর্চার সদস্যা স্মৃতিকোনা বসু, বিজেপি রাজ্য নির্বাচন কমিটির বিশিষ্ট সদস্য সন্তোষ রায় সহ সকল কার্যকর্তাগণ। পথসভায় মহিলাদের উপস্থিতি ছিল দৃষ্টি আকর্ষিক।
125 12,89,834