সেখ সামসুদ্দিন,
পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পাল্লারোড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশের পাড়ায় একটি বাড়িতে আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়। স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হলেও আসবাবপত্র সহ গুরুত্বপূর্ণ সকল নথি পুড়ে ছাই হয়ে যায়। বাড়ির মালিক তারকনাথ দাস মাইক ও কেবেলের কাজ করেন।আগুন লাগার সময় তিনি বাড়িতে ছিলেন না, বর্ধমানে কাজে গিয়ে ছিলেন বলে জানা যায়। বাড়িতে স্ত্রী সহ দুই মেয়ে ছিল।খাওয়ার পর বাড়ির পাশের মাঠে রোদে বসে ছিলেন। এক ব্যক্তি তারকবাবুর বাড়িতে ধোঁয়া দেখে খবর দিলে পাড়ার প্রতিবেশীরা ছুটে গিয়ে আগুন নেভাতে চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে আগুনের লেলিহান মোবাইল ফোন, বাড়ির সিলিং ফ্যান, টাকাকড়ি, আধার কার্ড, ভোটার কার্ড, জন্মের নথি, বই খাতা সহ সর্বস্ব গ্রাস করে নেয়, পুড়ে ছাই হয়ে যায়। বড় মেয়ে কলেজের ১ম বর্ষের ছাত্রী এবং ছোট ষষ্ঠ শ্রেণির ছাত্রী বলে জানা যায়।
133 12,89,834