গোপাল দেবনাথ,
বি সি সি আই প্রেডিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় আমাদের সকলের প্রিয় দাদা প্রিন্স অফ ক্যালকাটা কলকাতার উডল্যান্ডস হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার সকালে বাড়িতে জিম করছিলেন তিনি। হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন। তার পরই ব্ল্যাক আউট হয়ে গিয়ে মাথা ঘুরে পড়ে যান। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে ভর্তি করে দেন। সৌরভের হার্টে তিনটি ব্লকেজ ধরা পড়েছে।
একটি ব্লকেজ সরাতে স্টেন্ট বসানো হয়েছে।
আরও দুটি স্টেন্ট বসানো নিয়ে চিন্তা-ভাবনা করছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞ চিকিৎসকগণ মেডিকেল বোর্ড এ সিদ্ধান্ত নেবেন বাইপাস করা হবে কি না। হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী স্থিতিশীল আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
তাঁকে আইসিইউ বেডে দেওয়া হয়েছে। নতুন বছরের প্রথমেই এমন দুঃসংবাদ শুনে বিশ্ববাসীর ভীষণ মন খারাপ। রাজ্যের সকল সৌরভ প্রেমী মানুষের একটাই প্রার্থনা মানুষটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। আমাদের বাংলার গর্ব সৌরভ গাঙ্গুলীকে সুস্থ হয়ে বাড়ি ফিরতে দেখতে চাই। প্রিয় দাদা কোনোদিনও হারতে শেখেননি, দৃঢ় বিশ্বাস উনি ঠিক জয়ী হয়েই বাড়ি ফিরবেন। দ্রুত আরোগ্য কামনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী জাগদীপ ধনখড়, কেন্দ্রের মন্ত্রী বি জে পি নেতা শ্রী অমিত শাহ, ক্রিকেটার ও সহ খেলোয়াড় শচীন তেন্ডুলকর, হাসপাতালে গিয়ে সৌরভের খবর নেন রাজ্যেরমন্ত্রী লক্ষী রতন শুক্লা।
121 12,89,834