শুভ ঘোষ
খিদিরপুর পোট 79 নম্বর ওয়ার্ডের আজগরের ভাইয়ের নেতৃত্বে 13 তম রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এই রক্তদান কর্মসূচি উপলক্ষে কলকাতা কর্পোরেশনের মেয়র ববি হাকিম মহাশয়,দঃ কোলকাতা সংসদ মালা রায়, তৃণমূল নেতা শুভাশিস চক্রবর্তী, তৃণমূল নেতা বাবুন ব্যানার্জি, আখিলেশ সিং রাম হরে রাম, আজগর হোসেন আরো অনেক বিশিষ্ট গুণীজন ব্যক্তি উপস্থিত ছিলেন। করনা আবহের মধ্যে দূরত্ব বজায় রেখে স্যানিটাইজার ও মাস্ক বিতরণের মাধ্যমে দিয়ে 700 জন রক্ত দাতা রক্ত দান করেন। রক্তদানের মাধ্যমে হাজার মানুষদেএ খাদ্যদান করা হয়।
140 12,89,834