সুরজ প্রসাদ ,
বর্ধমানে হতে চলেছে সবলা মেলা। তা নিয়ে বিষেশ বৈঠক হয় জেলাপরিষদের অঙ্গিকার হলে। বৈঠকে ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলাপরিষদের সভাধিপতি শম্পা ধারা সহ অন্যান্য পদাধিকারীরা। মন্ত্রী স্বপন দেবনাথ জানান, এবার সবলা মেলার স্থান হিসাবে বেছে নেওয়া হয়েছে জেলাশাসক কার্যালয়ের সামনে সিধু-কানুর মূর্তির পাদদেশে। ১০-১৬ই জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। এখানে স্বংভর গোষ্ঠীর জিনিষ বিক্রির জন্য সাতটির মতো স্টল তৈরী করা হবে।
97 12,89,834