সুরজ প্রসাদ ,
কেন্দ্রীয় কৃষিবিলের বিরুদ্ধে এবার জাতীয় সড়ক অবরুদ্ধ করে অবস্থান বিক্ষোভের ডাক দিল জমিয়েত উলেমা হিন্দ।শনিবার বর্ধমানের টাউনহলে জমিয়েত উলেমা হিন্দের কৃষিবিলের বিরুদ্ধে সভা হয়।ওই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি কেন্দ্রের বিজেপি সরকারকে হুঁশিয়ারী দিয়ে বলেন যদি সরকার কৃষিবিল প্রত্যাহার করে নেয় তো ভালো, না হলে ১৩ জানুয়ারি পূর্ব বর্ধমানের গলসি থেকে পারাজের মধ্যবর্তী কোন জায়গায় ২ নম্বর সড়ক আটকে ১২ ঘন্টার অবস্থান বিক্ষোভ করা হবে।বিহার বা ঝাড়খণ্ডে করা যেত।কিন্তু ওই রাজ্যে আমাদের সরকার নেই। তাই আমাদের গলসিতে কর্মসূচি নেওয়া হয়েছে।
তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন সকলেই ওই দিন চাল,ডাল,আলু, সবজি সঙ্গে করে নিয়ে আসবেন। ওখানেই বসে চাল ডাল রান্না করে এক সঙ্গে পাত পেড়ে খাওয়া হবে। পাশাপাশি তিনি হুমকি দিয়ে বলেন ওই দিন দিল্লির কোন গাড়ি কলকাতায় ঢুকতে দেওয়া হবে না।জাতীয় সড়ক অবরোধের বিষয়ে তিনি বলেন দিল্লির সরকার যখন আইন মানছে না।সংবিধান না মেনে জোর করে গোটা দেশে কৃষক বিরোধী কৃষিবিল চাপিয়ে দিচ্ছে।তাই আমরাও বেআইনি ভাবেই জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদে সামিল হব।
152 12,89,834