সুভাষ মজুমদার,
কবি সম্মেলনে উজ্জীবিত হল আবেশী কবিতা
হুগলি: বঙ্গ সাহিত্যে সংস্কৃতি সমন্বয় সমিতির কবি সম্মেলন
হুগলী স্টেশন সংলগ্ন রেলের প্রাইমারি স্কুলে আয়োজিত হয় । বিশ্বনাথ ভট্টাচার্য, বিমল চন্দ্র পাল ও অন্যান্য দের প্রচেষ্টায় । স্বরচিত কবিতায় সাময়িক বিষয় মনোগ্রাহী করে তোলে। মনোরঞ্জন সাহা, সন্ধ্যা রঙ, কল্যাণী দেবনাথ, সরস্বতী অধিকারী, সুপ্রিয়া মুখার্জি, নীতা সরকার, বিভু মুখোপাধ্যায়, কল্যাণী মন্ডল,
শিবনাথ মন্ডল,নাসিমা বেগম, নীপা চক্রবর্তী, সর্বাণী দত্ত,
নন্দিতা চক্রবর্তী, অনুপ ঘোষ, জগদীশচন্দ্র পাল,রমা মহান্তী, শম্ভু ভট্টাচার্য, প্রদীপ কুমার চন্দ্র, সঞ্জয় প্রামাণিক, রাখাল দাস, আনন্দ কোলে, সৌমিত্র চট্টোপাধ্যায়, মুরলী চৌধুরী প্রভৃতি কবিদের দৃপ্ত ও ঋদ্ধ কন্ঠ অনুষ্ঠানে অন্য মাত্রা যোগ করে ।উত্তরপাড়ার স্বনামধন্য কবি দেবাশীষ মুখোপাধ্যায়ের মাউথ অর্গান ও স্বরচিত কবিতায় বাংলা ভাষাকে আগলে চলার সঞ্জীবিত শপথ সকলকে প্রাণিত করে।
143 12,89,834