সুকান্ত ঘোষ,
বর্ধমান ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশনের পরিচালনায় ক্যাডেট ও জুনিয়র বিভাগের “১ম পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ই-কাতা চ্যাম্পিয়নশিপ ২০২০ সিলেকশন ফর ওয়েস্ট বেঙ্গল স্টেট ক্যারাটে সিলেকশন ফর ন্যাশানাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ” গত ৯ই অক্টোবর থেকে ১৫ই অক্টোবর, ২০২০ তারিখে আয়োজিত হল। সংস্থার সাধারণ সম্পাদক শিহান দেবাশীষ কুমার মন্ডল জনিয়েছেন এই প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্যারাটেকারা বাড়ি থেকেই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে এবং এই প্রতিযোগিতার বিজেতারা ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল দ্বারা পরিচালিত ওয়েস্ট বেঙ্গল স্টেট সিলেকশনের জন্য নির্বাচিত হয়েছে। বিজেতাদের নাম নীচে দেওয়া হল।
আদিত্য রাউথ – ১৪-১৫ বছরের পুরুষ কাতা বিভাগ
সঞ্চিতা রাম – ১৪-১৫ বছরের মহিলা কাতা বিভাগ
শ্রুতি বীর – ১৬–১৭ বছরের মহিলা কাতা বিভাগ
129 12,89,834