সেখ সামসুদ্দিন,
২৪ তম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে মেমারি বিধানসভার বিধায়ক নার্গিস বেগম বিধায়ক অফিসের সামনে দলীয় পতাকা উত্তোলন করেন। উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জী সহ নেতৃত্ব। মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে পতাকা তোলেন ব্লক সভাপতি মধুসূদন ভট্টাচার্য্য এবং দলীয় কার্যালয়ে শহীদ ক্ষুদিরাম বসু, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, নেতাজী সুভাষচন্দ্র বসুর ছবিতে মাল্যদান করেন ব্লক সভাপতি মধুসূদন ভট্টাচার্য, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম সহ সকল শাখা সংগঠনের নেতৃত্ব। অপরদিকে মেমারি শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ হতে প্রাক্তন বিধায়ক অধ্যাপক ডঃ আবুল হাসেম মন্ডল সাহেবের অফিসের সামনে দলীয় পতাকা উত্তোলন করেন শহর সভাপতি অচিন্ত্য চ্যাটার্জী ও সহ সভাপতি আশিষ ঘোষদস্তিদার। উপস্থিত ছিলেন শহর জয়হিন্দ বাহিনীর সভাপতি অজিত সিং, শহর সংখ্যা লঘু সেলের সভাপতি ফারুক আব্দুল্লা সহ নেতৃত্ব। পরে এই সকল নেতৃত্ব বামুনপাড়া মোড়ে শিক্ষক সংগঠনের সভাপতি কৌশিক মল্লিকের ব্যবস্থাপনায় শিক্ষক সমিতির অফিসের সামনে পতাকা উত্তোলন করার পর সকল নেতৃত্ব ১০ নং ওয়ার্ডে সহ প্রশাসক সুপ্রিয় সামন্তের ওয়ার্ড অফিসের সামনে দলীয় পতাকা উত্তোলন করেন। তারপর শিক্ষক সমিতির উদ্যোগে শহর তৃণমূল কংগ্রেস কমিটির সহযোগিতায় মেমারি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়।
145 12,89,834