ঐশিক সেন
তলিয়ে যেতে যেতে কোন ক্রমে বাঁচল দুই যুবক l তলিয়ে গেলো চারজন l বেলা বারোটার সময় দুই জন উদ্ধার হলেও বাকি দু জনের তল্লাশি চলছে l দুর্গাপুরের গোপালমাঠের ছয় যুবক শ্রাবন মাসের দ্বিতীয় সোমবার সকালে অন্ডালের দামোদরের কুটির ডাঙ্গার ঘাটে বাবা শিবের মাথায় জল ঢালার জন্য আসে। সেখানে দামোদরে নদীতে স্নান করে জল তুলতে নামতেই তলিয়ে যায় ছয় জনই, কিন্তু ভাগ্যজোরে কোনো ক্রমে সাঁতার কেটে নদীর পাড়ে উঠতে সক্ষম হয় দুই যুবক। নদীর জলে তলিয়ে যায় বাকি চার যুবক। ঘটনা জানাজানি হতেই নদির ঘাটে প্রচুর স্থানীয়রা ভিড় জমান। ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ। প্রাথমিক ভাবে স্থানীয়দের সঙ্গে অন্ডাল থানার পুলিশ উদ্ধার কার্য্য শুরু করেছে। তবে ডুবুরি এনে উদ্ধার কার্য্য করার কথা ভাবা হচ্ছে। এখনো নিখোঁজ যুবকদের কোনো হদিস পাওয়া যায়নি। ঘাটের কাছে থেকে তাদের গামছা, চপ্পল ও জলের ঘটি পাওয়া গেছে।
ডুবরী দ্বারা তল্লাশি চালিয়ে বেলার দিকে উদ্ধার হল দুটি মৃতদেহ। নদি থেকে উদ্ধার হল শিবু দাস ও সৌরভ মণ্ডলের মৃতদেহ।