সাধন মন্ডল ,
সারেঙ্গা ব্লক প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে সারেঙ্গা ব্লক এলাকার 105 জন উপভোক্তার হাতে দশটি করে হাঁস বাচ্চা নিচে দেওয়া হল। উপভোক্তাদের হাতে হাঁস বাচ্চা তুলে দিলেন সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক ফাহিম আলম ও ব্লক প্রাণী স্বাস্থ্য আধিকারিক তপন কুমার পাঙ্গাস। সমষ্টি উন্নয়ন আধিকারিক ফাহিম আলম বলেন গ্রামীণ এলাকার অর্থনীতিকে চাঙ্গা করতে পশ্চিমবঙ্গ সরকার নানান পরিকল্পনা গ্রহণ করেছেন। সাথে প্রানী সম্পদ বিভাগ সর্বতোভাবে সাহায্য করে চলেছেন। হাঁস পালন, মুরগি পালন, গো পালন উন্নত প্রজাতির বাচ্চা এলাকা মানুষদের দেওয়া হচ্ছে যাতে তারা নিজেদের আর্থিক উন্নয়ন ঘটাতে পারেন। প্রানী সম্পদ আধিকারিক তপন কুমার পাঙ্গাশ বলেন আমরা জঙ্গলমহলের সারেঙ্গা ব্লকের বেশ কিছু জায়গায় উন্নত প্রজাতির মুরগি খামার তৈরি করে চলেছি, এলাকার চাষিরা স্বতঃস্ফূর্তভাবে তা করে চলেছেন এবং তাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে। আজ আমরা উন্নত প্রজাতির হাঁস দিলাম ১০৫ জনকে । আগামী দিনে আরও হাঁস বাচ্চা দেওয়া হবে। হাঁস বাচ্চা পেয়ে খুশি গড়গড়িয়ার সোমা আাচার্য্য, সারেঙ্গারর ননীবালা লোহার, রেবতী লোহার, সুচিত্রা জানা রা বলেন এগুলো পালন করে আমরা আমাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটাবার চেষ্টা করব। খুব ভালো লাগছে আমাদের আর্থিক উন্নয়নে পাশে রয়েছে মা মাটি মানুষের সরকার। আজকের হাঁস বাচ্চা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারেঙ্গা পঞ্চায়েত সমিতির প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের কর্মাধক্ষ্য বিপাশা মাহাতো, পূর্ত কর্মাধ্যক্ষ দিব্যেন্দু সন্নিগ্রহি প্রাণিসম্পদ বিভাগের কর্মী নিমাই আচার্য প্রমূখ।
168 12,89,834